বিশ্বের বৃহত্তম গাছ


সাধারণ শের্মান , বিশ্বের সবচেয়ে বড় গাছ !!!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জেনারেল শেরম্যান নামের গাছটি পৃথিবীর সবথেকে বড় গাছ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত
টুলার কাউন্টিতে অবস্থিত রেড উড গোত্রের এই গাছটির আনুমানিক ওজন প্রায় ,৩৮৫ টন। ২৭৫ ফুট উঁচু এই গাছটির মূল কাণ্ডখানার পরিধি প্রায় ৮০ ফুট আর গাছের গোঁড়ায় মূল সমেত এই গাছটির চারপাশের বেড় ১০৩ ফুটের মত।
গাছটির প্রথম শাখার দেখা পাবেন গোঁড়া থেকে ১৩০ ফুট উপড়ে ওঠার পর। এর মাথার ওপরের বেড়ও প্রায় ১৩০ ফুট।
গবেষণায় প্রমাণিত হয়েছে গাছটি ২০০০ এরও বেশি বছরের পুরনো। তবে অনেক বিদগ্ধজন মনে করেন গাছটির আয়ু কমপক্ষে থেকে হাজার বছর। সেই হিসেবে গাছটি বিশ্বের একটি প্রাচীনতম বৃক্ষও বটে।
বিশ্বের বৃহত্তম গাছ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন