কাকের দেয়া উপহার

ছোট্ট ফুটফুটে ৮ বছরের একটি মেয়ে গাবি ম্যান। তার নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। ছোট বেলা থেকেই খুব পাখী ভক্ত। পাখিদের খাওয়ানোর ব্যাপারে খুবই উৎসাহী।
রোজ সকাল বেলায় পাখীদের জন্য খাবার নিয়ে বাগানে বসে থাকত। কিন্তু সেখানে যে কাক ছাড়া আর কোন পাখীই আসত না। কি আর করা তার খাবার কাকদেরই খাওয়ানো শুরু করল। একদিন দুদিন খাওয়াতে খাওয়াতে এটা তার অভ্যাসে পরিণত হল। কাকেরাও যথারীতি রোজ খেয়ে যেতে লাগল।
কিছুদিন পর দেখা গেল একটি কাক যখন খেতে এল সে মুখে করে একটা ইমিটেশনের কানের দুল নিয়ে এল মেয়েটির জন্য। ওমা, পরের দিন থেকে দেখা গেল যতগুলি কাক খেতে আসত সবাই মেয়েটার জন্য রাস্তা কিম্বা অন্যান্য যায়গা থেকে কুড়িয়ে কিছু উপহার নিয়ে আসত মেয়েটার জন্য।
এমন বন্ধুত্ব হয়ে গেছিল যে উপহার ছাড়া কাকেরা খেতেই আসত না। উপহারের মধ্যে গহনা,প্লাস্টিকের টুকরো,কাঁচের টুকরা,পাথর,ধাতব পন্য এমনকি পেরেক স্ক্রু পর্যন্ত থাকত।
গ্যাবি তো মহাখুশি উপহার পেয়ে। সত্যিই তো পাখীদের কাছ থেকে নিয়মিত উপহার পাওয়ার এই দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও রয়েছে বলে মনে হয় না।
কাকেদের মধ্যে যে কৃতজ্ঞতাবোধ এবং বন্ধুত্বসুলভ আচরণবোধ রয়েছে আমাদের মানুষের মধ্যেও আজ সেই আচরণবোধ অনেকাংশেই বিলীনপ্রায়।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন