৫০০০ বছর আগে এশিয়া মাইনর(তুর্দি)-তে প্রথম এবাকাস (abacas) সম্পর্কে জানা যায়। যাকে আজও ব্যবহৃত প্রথম কম্পিউটার হিসেবে আক্ষায়িত করা হয়
পরবর্তীতে পেপার এবং পেন্সিল ব্যবহারের পর ইউরোপে এর চাহিদা কমতে থাকে। ১৬৪২ সালের দিনে ১৮ বছরের blaise pascal তার বাবার হিসাবের সুবিধার জন্য pascaline নামক গননা যন্ত্র তৈরি করে। ১৬৯৪ সালে একজন জার্মান গনিতবিদ এবং দার্শনিক gottfried wilhem vonleibriz pascaline যে আরও উন্নত করেন যা যোগ এর গুন ও করতে পারে। আসল কম্পিউটার তৈরির ধারনা আজকে এই সকল গননা যন্ত্র থেবেই পাই। ১৮২২ সালে charles babbage প্রথম উদ্যেগী হন তখন ব্যবহৃত গননা ক্ষেত্রের সকল ভুল বিভ্রান্তি দূর করতে এবং তিনি difference engine নামক একটি বাষ্পচালিত যন্ত্র ও তৈরি করেন।এটি তার গননার কলমে প্রকাশ করতে পারতো স্বয়ংস্ক্রীয় ভাবে। বেবেজের সগযোগী augusta adu king যাকে lovelove ও বলা হয়। যিনি ইংরেজি কবি lord byron এর কন্যা। তিনি যন্ত্রাংশ ও যান্ত্রিক বিষয়ে ভাল বুঝতেন যা ঐ সময়ে খুব অল্প লোকই বুঝত। তাই বেবেজের যন্ত্রাংশ নিয়ে কাজে তিনি সাহায্য শুরু কারন এবং ব্রিটিস সরকার থেকে চা!দা সংগ্রহ ও গনসংযোগ শুরু করেন। তিনি মেশিন সম্পর্কে খু্বই ভাল বুঝতেন এবং মেশিন চালানোর জন্য তিনি কিছু নিয়ম বা বিধি তৈরি করেন যা তাকে প্রথম মহিলা কম্পিউটার(গননাকারী যন্ত্র) প্রোগ্রামার হিসেবে পরিচিত করে তুলে। ১৮৮৯ (1889) সালের দিকে hellorith ব্যবসায়ী দুনিয়ায় আসে প্রথম কার্ড(punch card) পড়তে সথাম যন্ত্র এবং তিনি ১৮৯৬ সালে tabulating machine company নামে একটি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে ১৯২৪ সালে বিভিন্ন সংশোধনের মাধ্যমে IBM(International business machine) নামে প্রতিষ্ঠিত হয়। 1960 সাল পর্যন্ত ব্যবসা ও সরকারী কাজে punch card ব্যবহার করা হয় অথচ প্রক্রিয়াকরনের কাজে। john v.atanasoft, Iowa state college যা এখন Iowa state university নামে পরিচিত। তাতে তিনি একজন প্রফেসর হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি এবং তার স্নাতক ছাত্র clifford berry সব ইলেক্ট্রনিক গননাকারী যন্ত্রের সার্কিটে বুলিয়ান এলজেব্রা প্রয়োগ করেন। ১৯ শতকের মাঝামাঝিতে george boole যে এলজেব্রার বাইনারী পদ্ধতিকে বর্ননা/ (পরিস্কার ধারনা দেন) করেন। তিনি ব্যাখ্যা দেন যে, যে কোন গানিতিক ইকুয়েশন(equation) ব্যাখ্যা করা যেতে পারে সত্য(true) এবং মিথ্যা(false) এর মাধ্যমে। এই ধারনার সে বর্ধিত করে ইলেকট্রনিক সার্কিটের on/off করা যায়। ১৯৪০ সালে atanasoff and berry প্রথম সকল ইলেকট্রনিক কম্পিউটারকে উন্নত করেন।
ভূমিকা: ‘কম্পিউটার’ এই শব্দটির শাব্দিক অর্থ বিভিন্ন সময়ে, বিভিন্নরূপে পরিবর্তিত হয়। ২০০৩ সালে tech encyclopedia তে কম্পিউটারকে সজ্ঞায়িত করা হয় এভাবে – যে যন্ত্র সাধারণ উদ্যেশে বিভিন্ন তথ্য কে নির্দিষ্ট নিয়ম আদেশের ধারা অস্থায়ী বা স্থায়ীভাবে প্রক্রিয়ার মাধ্যমে জমা করতে পারে।
কম্পিউটারের শ্রেনীবিন্যাস: কম্পিউটার বা গণনাকারী যন্ত্রকে বিভিন্নভাবে শ্রেনীবিন্যাস করা যায় এবং তা নির্ভর করে তাদের কার্যপ্রণালী ও সজ্ঞার উপর।এর শ্রেনীবিন্যাস করা যায় এর প্রযুক্তির উপর যা দ্বারা এটি গঠিত, ব্যবহারের উপর, ধারন ক্ষমতা বা আকারের উপর, যুগের উপর, এর পরিচালনা ও তথ্য উপত্তের উপর নির্ভর করে।