আপনারা কেউ কি কখনো এই অদ্ভুত প্রাণীটিকে দেখেছেন? মনে হয় না।
শুনলে অবাক হয়ে যাবেন যে এই প্রাণীটি এক প্রকার হরিণ। আর হরিণ পরিবারের সবচেয়ে বড় প্রাণীটিই হলো এটি। এর নাম হলো "মুস"।
এটি প্রায় ১০ ফুট লম্বা এবং ৬ ফুট উঁচু হয়। এদের ওজনও হয় অনেক। কোনো কোনোটি ৫৫০ কেজিও ছাড়িয়ে যায়।
মুসের শিং গুলি খুবই অদ্ভুত প্রকৃতির। অনেকটা তালপাতার আকৃতির শিংগুলো পাশে ৬/৭ ফুট পর্যন্ত হয়।
উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং ইউরেশিয়ায় রাশিয়া এই প্রাণীটিকে দেখা যায়।
উত্তর আমেরিকায় একে মুষ বল্লেও ইউরোপে এরা "ইল্ক" নামেই বেশি পরিচিত।
একটা পরিণত মূষ প্রতিদিন প্রায় ২০ কিলোগ্রাম পর্যন্ত গাছের পাতা খেয়ে থাকে।
তবে পরিতাপের বিষয় এই যে ক্রমাগত মানুষের শিকারের কারণে প্রানীটি বিপন্ন হতে চলেছে। এমনভাবে চোড়া শিকার অব্যাহত থাকলে একসময় এরা হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।
ছবিগুলি নেট থেকে সংগৃহীত।