৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

নোবেল পুরস্কারঃ

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেদ নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান।

পুরস্কার দেওয়া হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, বিশ্ব শান্তি, চিকিৎসায় এবং অর্থনীতিতে।
প্রদান করা হয় –সুইডেন থেকে।শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয় “নরওয়ে”থেকে।
পুরস্কার দাতা--সুইডিশ একাডেমি
নরওয়েজিয়ান নোবেল কমিটি।

১৯০১ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বৎসর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কাজের জন্য মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতিতে নোবেল প্রদান করা হয়-১৯৬৯ সাল থেকে।নোবেল পুরস্কারকে এর সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে­ ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।প্রত্যেক বছর পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেক একটি স্বর্ণপদক, একটি সনদ ও নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকেন।এই অর্থের পরিমাণ ৮০ লক্ষ সুইডিশ ক্রোনা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল।

বাঙালী নোবেল জয়ী -৩ জন।
১. রবীন্দ্রনাথ ঠাকুর
২. অমর্ত্য সেন
৩. ড.মুহম্মদ ইউনুস।

নোবেল জয়ী ১ম নারী -মাদাম কুরি(পদার্থ)

শান্তিতে নোবেল জয়ী ১ম নারী- বর্থাভন সুটনার(১৯০৫)

মুসলিম ১ম নোবেল জয়ী- আনোয়ার সাদাত,মিশর(১৯৭৮)

নোবেল জয়ী ১ম মুসলিম নারী- শিরীন এবাদী,ইরান(২০০৩)

নোবেল জয়ী ১ম এশীয় নারী- মাদার তেরেসা(১৯৭৯)

রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল-উইনস্টোন চার্চিল,(The History of 2nd World War)

দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল-বার্ট্রান্ড রাসেল।

মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছেন—এরিখ কালফেল্ট(সুইডিশ কবি),দ্যাগ হ্যামারশোল্ড(UN মহাসচিব)

দুইবার নোবেল জয়ী ব্যক্তি ৪ জন।
১.মাদাম কুরি (১৯০৩,১৯১১)
২.লিনাস পাউলিং (১৯৫৪,১৯৬২)
৩.জন বার্ডিন (১৯৫৬,১৯৭২)
৪.ফ্রেডরিক স্যাঙ্গার(১৯৫৮,১৯৮০)

 সর্বোচ্চ ৩ বার নোবেল বিজয়ী সংগঠন- "আন্তর্জাতিক রেডক্রস কমিটি"।

এই মূল্যবান নোবেল পুরস্কারকে কেউ আবার প্রত্যাখ্যান ও করেছে,যেমনঃ
 শান্তিতে নোবেল প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি- ভিয়েতনামের লি ডাক থো(১৯৭৩)

সবচেয়ে কম বয়সী নোবেল জয়ী – মালালা ইউসুফজাই
নোবেলজয়ী পিতা-মাতা-কন্যা-----­(পিয়েরে কুরি--মাদাম কুরি--ইরিন জুলি কুরি)

শান্তিতে নোবেল জয়ী USA প্রেসিডেন্ট ৪ জন।
১.রুজভেল্ট
২.উড্রো উইলসন
৩.জিমি কার্টার
৪.বারাক ওবামা
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন