বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী নিয়ে যত তথ্য।

১. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের যততম স্থানে আছে -  ৮ম স্থান। 
২. ২০০০ সাল নাগাদ বাংলাদেশ জনসংখ্যা দাঁড়াবে - ১২০ মিলিয়ন।  
৩. পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট  অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা - ১৪৯৭৭২৩৬৪ জন।    
৪. বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারী শুরু হয় - ১৯৭৪ সালে।  
৫. বাংলাদেশের জনসংখ্যা নারী পুরুষের  অনুপাত - ১০০ঃ১০০.৩।  
৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত 'জাতীয় শ্রমশক্তি জরিপ ২০১৩ ' অনুসারে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা - ২৬ লক্ষ যার মধ্যে পুরুষ ১৬ লক্ষ আর নারী ১০ লক্ষ। 
৭. প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বসবাস করে - বান্দরবান জেলায়।  
৮. বাংলাদেশের পুরুষ ও নারীর গড় আয়ুস্কাল - ৭০.৩ বছর ও ৭২.৯ বছর। 
৯. অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারী শুরু হয় - ১৮৭২ সালে। 
১০.  বাংলাদেশে এ পযন্ত আদমশুমারী হয়েছে - ৫ বার। 
১১. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ যে অঞ্চলেে - সিলেট।  
১২. বাংলাদেশে বসবাস নেই  এমন উপজাতির নাম - মাওরি। 
১৩.  যে বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক - গারো ও খাসিয়া ব্যতীত সকল উপজাতি।            
১৪. বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী - চাকমা। 
১৫  . বাংলাদেশে বসবাসকারী সবচেয়ে  বেশি আদিবাসী - চাকমা।    
১৬. ওয়ানগালা উৎসব কাদের জন্য - গারোদের।  
১৭. পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে বলে - জুম। 
১৮. বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান আছে - ৮ টি। 
১৯. যে উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান - পাঙন।            
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন