নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের কিছু কমন প্রশ্ন যা প্রত্যেক পরিক্ষায় থাকে।

* গোল্ডেন মিন ( Golden Mean)  হলো - দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা।  
* ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে - ১৯৯৭ সালে। 
* শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ - কিছুই না। 
* ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে - মূল্যবোধের শিক্ষা থেকে।  
* সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে - স্বচ্ছতা। 
* যে রিপোর্ট বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে - শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। 
* সুশাসনের উপাদান নয় - নৈতিক শাসন। 
* সংস্কৃতির উপাদান নয় - আইন।  
* জেরেমি বেন্থাম - যুক্তরাজ্যের অধিবাসী। 
* একজন যোগ্য প্রশাসন ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুন - নৈতিকতা। ।
* আমাদের চিরন্তন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় - সৃজনশীলতা। 
* UNDP সুশাসন নিশ্চিতকরণে - ৯ টি উপাদান উল্লেখ করেছে। 
* ন্যায়পরায়নতার নৈতিক মূলনীতি নয় - সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। 
* সরকারি চাকরিতে সততার মাপকাঠি - নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দ্বায়িত্ব যথাবিধি সম্পন্ন করা।  
* নৈতিক শক্তির প্রধান উপাদান - সততা ও নিষ্ঠা।  * " সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের,  সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় " - উক্তিটি যার - ম্যাককরনী।  
* জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - সুশাসন।  
* নৈতিকতাকে বলা হয় মানবজীবনের - নৈতিক আদর্শ। 
* ' Power a new social analysis গ্রন্থটি যার লেখা - রাসেল। 
* ব্যক্তিগত মূল্যবোধ লালন করে - স্বাধীনতার মূল্যবোধকে।  
* সূবর্ণ মধ্যক হলো - দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা। 
* মূল্যবোধ  শিক্ষার  অন্যতম লক্ষ্য হচ্ছে - সামাজিক অবক্ষয় রোধ করা। 
* সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যা শাসন ও শাসিতের মধ্যে - আস্থার সম্পর্ক গড়ে তোলে। 
* সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।  
* একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো - জনকল্যাণ।  
* সুশাসনের পথে অন্তরায় - স্বজনপ্রীতি।  
* নীতিবিদ্যার আলোচ্য বিষয় - সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।  
* মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় - ঐচ্ছিক ক্রিয়া।  
 * মূল্যবোধ হলো - মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড। 
* সামাজিক মূল্যবোধের ভিত্তি - আইনের শাসন,  নৈতিকতা,  সাম্য ইত্যাদি।  
* সুশাসনের পূর্বশর্ত হচ্ছে   মত প্রকাশের স্বাধীনতা। 
* সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের যে দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে - সুশাসনের অর্থনৈতিক দিক। 
* আইনের চোখে সব নাগরিক সমান - বাংলাদেশের সংবিধানের  যত নম্বর   ধায়ার এ নিশ্চিয়তা প্রধান করা হয়েছে - ধারা ২৭।  
* Johannesburg Plan of Implement সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় - টেকসই উন্নয়ন। 
* সুশাসন সর্বপ্রথম সুস্পষ্টভাবে ব্যাখা করে  - বিশ্বব্যাংক।                                                         
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন