পৃথিবীর সবথেকে বড় গোলাপ গাছ

ফুলের কথা বলতেই সবার আগে গোলাপ ফুলের কথাই মনে আসে, তাই না ?
তার উপর আজ গোলাপ দিবস। সুতরাং গোলাপের পোস্টই আজ বেশী মানানসই,তাই না বন্ধুরা?
গোলাপ গাছ তো আমরা প্রায় সকলেই দেখেছি। এদের বেশিরভাগ প্রজাতির গাছই সাধারণত ছোটই হয়ে থাকে।
কিন্তু যদি শোনেন যে একটি মাত্র গোলাপ ফুল গাছ প্রায় আধ বিঘে জুড়ে রয়েছে তাহলে নিশ্চয়ই অবাক না হয়ে পারবেন না।
হ্যা, অ্যামেরিকার অ্যারিজোনাতে রয়েছে বিশ্বের সবথেকে বড় গোলাপ গাছ।
১৮৮৪ সালে স্কটল্যান্ড থেকে এটি এটি আনা হয়। হলুদ রংয়ের গোলাপের এই গাছটির নাম লেডি ব্যাঙ্কস। গাছটির উচ্চতা প্রায় ৯ ফুট আর এর বিস্তার হল ৫৩৮০ বর্গ ফুট জুড়ে।
আর সবথেকে মজার ব্যাপার হল ১৫০ জনেরও বেশী লোক একসঙ্গে এই গোলাপ গাছের নিচে বসে আড্ডা দিতে পারে। এবার বুঝলেন তো ব্যাপারটা?
আজ গোলাপ দিবসে গ্রুপের সবাই মিলে লেডি ব্যাঙ্কসের নিচে আড্ডা দিলে দারুন জমে যেত।
ছবিগুলিতে লেডি ব্যাঙ্কস নামক গোলাপ গাছ এবং সেই গাছের ফুলগুলি দেখানো হল।
সবাইকে গোলাপ দিবসের আন্তরিক শুভেচ্ছা।
পৃথিবীর সবথেকে বড় গোলাপ গাছ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন