ফাল্গুন আর বসন্ত এলেই মনে পড়ে যায় শিমুল আর পলাশ গাছের দৃশ্য। সত্যিই
বাংলার বসন্তকে লাল তুলির আচরে যেন রঙিন করে সবার মনকেও রাঙিয়ে তোলে
শিমুল ফুল।
এমনই একটি বিশাল শিমুল গাছের বাগান তৈরি করেছেন সিলেটের মরহুম জয়নুল আবেদীন সাহেব। সুনামগঞ্জ জেলার তাহেরপুরের জাদুকাটা নদীর খুব কাছেই ১০০ বিঘে জমির উপর তিনি স্থাপন করেছেন এই শিমুলবাগানটি। টিলা ও ছোট ছোট পাহাড়ের সমন্বয়ে গঠিত এলাকাটি ঠিক ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ের পাদদেশেই অবস্থিত।
ফাল্গুন চৈত্র মাসে এখানে এসে সারি সারি শিমুল গাছ আর গাছভর্তি লালে লাল শিমুল ফুল দেখে যে কেউ মোহিত হয়ে যাবে। স্বপ্নের মত সুন্দর মনে হবে বাগানটিকে। সারা পৃথিবীর বসন্ত ঋতুর সব সুন্দর যেন এখানেই ধরা দিয়েছে। সারি সারি এই শিমুল গাছের বাগানে বসন্তের বিকেলে
একটু খানি ঘুরে বেড়ালে কোন সাধই যেন আর অপূর্ণ থাকবে না। এই বাগানের পাশেই বারিক্কা টিলার উপরে উঠে জাদুকাটা নদীর যে অপরূপ দৃশ্য দেখা যায় সেটিও সারাজীবন স্মৃতির পটে গেঁথে রাখার মতই সুন্দর।
বিশাল এই শিমুলের বাগান শুধু বাংলাদেশেরই নয় সারা পৃথিবীর একটি অন্যতম বড় শিমুলবাগান।
সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইক,সিএনজি অটো কিম্বা মাহিন্দ্রা জিপে করে জাদুকাটা নদীর পাড়ে বারিক্কা টিলায় যাবার পথেই এই শিমুলবাগানের অবস্থান। নিকটস্থ তাহিরপুরের সরকারী বাংলোতে রাত্রিযাপনের ব্যাবস্থাও রয়েছে।
এমনই একটি বিশাল শিমুল গাছের বাগান তৈরি করেছেন সিলেটের মরহুম জয়নুল আবেদীন সাহেব। সুনামগঞ্জ জেলার তাহেরপুরের জাদুকাটা নদীর খুব কাছেই ১০০ বিঘে জমির উপর তিনি স্থাপন করেছেন এই শিমুলবাগানটি। টিলা ও ছোট ছোট পাহাড়ের সমন্বয়ে গঠিত এলাকাটি ঠিক ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ের পাদদেশেই অবস্থিত।
ফাল্গুন চৈত্র মাসে এখানে এসে সারি সারি শিমুল গাছ আর গাছভর্তি লালে লাল শিমুল ফুল দেখে যে কেউ মোহিত হয়ে যাবে। স্বপ্নের মত সুন্দর মনে হবে বাগানটিকে। সারা পৃথিবীর বসন্ত ঋতুর সব সুন্দর যেন এখানেই ধরা দিয়েছে। সারি সারি এই শিমুল গাছের বাগানে বসন্তের বিকেলে
একটু খানি ঘুরে বেড়ালে কোন সাধই যেন আর অপূর্ণ থাকবে না। এই বাগানের পাশেই বারিক্কা টিলার উপরে উঠে জাদুকাটা নদীর যে অপরূপ দৃশ্য দেখা যায় সেটিও সারাজীবন স্মৃতির পটে গেঁথে রাখার মতই সুন্দর।
বিশাল এই শিমুলের বাগান শুধু বাংলাদেশেরই নয় সারা পৃথিবীর একটি অন্যতম বড় শিমুলবাগান।
সুনামগঞ্জ শহর থেকে মোটরবাইক,সিএনজি অটো কিম্বা মাহিন্দ্রা জিপে করে জাদুকাটা নদীর পাড়ে বারিক্কা টিলায় যাবার পথেই এই শিমুলবাগানের অবস্থান। নিকটস্থ তাহিরপুরের সরকারী বাংলোতে রাত্রিযাপনের ব্যাবস্থাও রয়েছে।




