আশ্চর্য প্রাণী সিংঘ

হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না/হয়ে গেল হাসজারু কেমনে তা জানিনা... সুকুমার রায়ের এই কবিতাটা নিশ্চয়ই সবার জানা আছে তাই না।
...কবি সবাইকে হাস্যরস আস্বাদনের জন্য কবিতাটি লিখলেও বাস্তবে কিন্তু এই শঙ্কর প্রজাতির প্রাণীদের উদ্ভব শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই।
দুটি ভিন্ন প্রাণীর মিশ্রণের ফলে সৃষ্ট প্রাণীটিকে বলা হয় শঙ্কর প্রাণী। যেমন ঘোড়া ও গাধার মিশ্রিত শঙ্কর প্রাণীটির নাম হল খচ্চর। এই শঙ্কর প্রজাতির প্রাণীদের মধ্যে বর্তমানে সবথেকে আকর্ষণীয় প্রাণীটি হল আমেরিকার মিয়ামির জাঙ্গল আইল্যান্ডের হারকিউলিস নামের একটি সিংঘ।
না,বানান ভুল হয় নি আমার। পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের মিলনের ফসল হল এই শঙ্কর প্রাণীটি। সিংহ এবং বাঘের নামের সাথে মিলিয়ে নাম দেয়া হয়েছে Liger অর্থাৎ সিংঘ।
পুরোপুরি কেশরধারি সিংহের আকৃতির হলুদ রঙের হারকিউলিসের সারা দেহে বাঘের মত ডোরাকাটা কালো দাগ রয়েছে।
অসম্ভব আকর্ষণীয় হারকিউলিস শুধুমাত্র রুপকথার প্রাণীদের সাথেই তুলনা করা যেতে পারে।
কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বাঘ ও সিংহের শঙ্কর বাংহ বা tigonও কিন্তু কম আকর্ষণীয় নয়।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন