অ্যানাকোন্ডা নাকি মথের শুঁয়োপোকা ?

দেখে যেন ভয় পাবেন না। এগুলো অ্যানাকোন্ডা বা ভয়ংকর কোন সাপ নয়। তবে এরা কি? আসুন জেনে নিই।
মিমিক নামে একপ্রকার মথের বসতি রয়েছে দক্ষিন আমেরিকার দেশ কলোম্বিয়া, ইকুয়েডর, ব্রাজিল,আর্জেন্টিনা, ভেনিজুয়েলা এবং গায়ানাতে।
এরা Hemeroplanes triptolemus, Sphingidae পরিবারের অন্তর্ভুক্ত এক প্রকার মথ।
এই মথগুলি উড়ে আসে ল্যাটিন আমেরিকার দেশ কোস্টারিকা, বেলিজ,নিকারাগুয়া এবং মেক্সিকোর গহীন অরন্য থেকে। এদের ডানা এবং বুক আঁশ দ্বারা আবৃত থাকে।
এই মথগুলির অন্যতম বৈশিষ্ট্য হল ডিম থেকে ফোঁটার পর লার্ভা বা শুঁয়োপোকা থাকাকালীন এদের দেখতে সাপের মত দেখা যায়,শুধু তাই নয় এই অবস্থায় সাপের সব আচরণই এরা নকল করে থাকে।
চলাফেরা,পাতায় ঝুলে থাকা সবই সাপের মত। সম্ভবত শিকারীর হাত থেকে বাঁচতেই তাদের এই অনুকরণ। আর এই কারনেই এদের মিমিক বা অনুকরণকারী মথ বলা হয়।
শুঁয়োপোকা থেকে পরিনত হবার পর পরই আবার এরা উত্তরে চলে যায়,এবং কিছুকাল পরে আবার দক্ষিনে এসে ডিম পাড়ে।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন