পৃথিবীর সবথেকে সুন্দর নদী

পৃথিবীর এক অপার বিষ্ময় হল রংধনু। আর এই রংধনু বা রেইনবো নামে এক নদী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।
অপূর্ব সুন্দর এই নদী, শুধু তাই নয় পৃথিবীর সবথেকে সুন্দর নদী হিসেবে গন্য করা হয় এই রংধনু নদীটিকে। এই নদীর জলে একই সাথে পাঁচটি রংয়ের জল দেখা যায়।
বিভিন্ন গুহা থেকে এই নদীতে জল প্রবাহিত হয়ে থাকে। আর আশ্চর্য হল এই যে,একেকটি গুহা থেকে একেক বর্ণের জল প্রবাহিত হয়ে থাকে। সবুজ মস,কালো পাথর, হলুদ বালি আর পরিস্কার নীল জলের সাথে কয়েকটি গুহা থেকে বিভিন্ন রংয়ের মৌসুমি শেওলা মিশে এই নদীর জল রংধনুর রুপ ধারন করেছে।
আট কিলোমিটারেরও বেশী দৈর্ঘের এই নদীটির গভীরতা ১০ ফুট থেকে স্থানবিশেষে ২৫ ফুট। একসময় রেইনবো স্পিন পার্ক নামে এক জলাধারে এই নদীর জল মিলিত হয়ে যায়।
ভারি সুন্দর এই পার্ক এবং রেইনবো নদীটি দেখার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়।


إرسال تعليق (0)
أحدث أقدم