উড়ে বেড়াতে পারে যে মাছ

পাখীদেরকে আমরা সবাই আকাশে উড়তে দেখতে অভ্যস্ত,কিন্তু কিছু কিছু মাছ আছে আমাদের এই পৃথিবীতে যারা পাখিদের মতই ওড়ার ক্ষমতা রাখে । বাংলায় আমরা এই প্রজাতির মাছকে উড়ুক্কু মাছ বলে থাকি।
উড়ুক্কু মাছ(Flying fish) Beloniformes বর্গের Exocoetidae গোত্রের প্রায় ১০০ প্রজাতির মাছের জন্য ব্যবহৃত নাম। এসব মাছ সমুদ্রের উপরিভাগে অল্প দূরত্ব অবধি উড়ার ক্ষমতা রাখে।
এদের বক্ষ পাখনা (Pectoral fin) এবং কোনো কোনো ক্ষেত্রে শ্রোণী পাখনাও (Pelvic fin) প্রসারিত হয়ে ডানার মতন গঠন তৈরী করে । এই মাছের অধিকাংশই সামুদ্রিক এবং সাধারনত ঝাঁক বেঁধে চলে ।
অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে এরা অনেক সময়ে জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয় ।
বাতাসের গতি বা ঢেউযের অবস্থার উপর নির্ভর করে এরা ৩০ সেকেন্ড অবধি বাতাসে ভেসে থাকতে পারে । সুগঠিত পাখনা বিশিষ্ট এসব মাছের কোনো কোনোটি জলের উপরিভাগ থেকে ১০ মিটার উচ্চতায় প্রায় ৪০০ মিটার দূরত্ব অবধি চলতে পারে।
এই কারনে অনেক সময় এই মাছ আচমকা সমুদ্রগামী জাহাজের ডেকের উপর আছড়ে পরে।
উষ্ণমন্ডলের সব সাগরেই এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ ১০ থেকে ৩০ সেমি অবধি হয়। এরা মূলত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বাতাসে উড়াল দিয়ে থাকে ।
আমাদের অঞ্চলে এই মাছের ৩ টি প্রজাতি আছে এবং এদের সবগুলি বঙ্গোপসাগরের অগভীর জলে বাস করে ।
উড়ে বেড়াতে পারে যে মাছ

উড়ে বেড়াতে পারে যে মাছ

উড়ে বেড়াতে পারে যে মাছ

উড়ে বেড়াতে পারে যে মাছ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন