সাপের রাজ্য এবং পৃথিবীর সবথেকে সুন্দর সাপ

পৃথিবীতে কত আজব যায়গা রয়েছে। এমনই এক আজব যায়গা হল কানাডার ম্যানিটোবা প্রদেশের নার্সিসসে স্নেক ডেনস।
প্রতিবছর একটা নির্দিষ্ট সময় হাজার হাজার সাপ এখানে জড়ো হয়। প্রায় ৭০-৮০ হাজার সাপের দেখা পাওয়া যায় এখানে একসাথে। প্রকৃতির নিয়ম অনুসারে এপ্রিলের শেষ আর মে’র শুরুর দিকে যখন গরম পড়ে এবং বরফ গলা শুরু হয়, তখন সাপ গর্ত ছেড়ে বেড়িয়ে আসে। হাজার সাপ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। চারিদিকে শুধু সাপ আর সাপ,এখানকার সব গর্ত সাপে সয়লাব হয়ে যায়।
এই সাপগুলোর নাম রেড সাইডেট গার্টার সাপ।
পৃথিবীর সবথেকে সুন্দর সাপ এগুলি।
নীল লাল কমলা আর আকাশী রঙের ডোরাকাটা ভারি সুন্দর দেখতে এই সাপগুলি।
এই যায়গায় গেলে অতি দুঃসাহসী লোকও আঁতকে উঠে। এক জায়গায় একসঙ্গে এত সাপের দেখা পৃথিবীর আর কোথাও মিলবে কিনা সন্দেহ।
তবে এই সাপ বিষাক্ত নয়,সাহসী মানুষ হাত দিয়ে ধরতেও পারে। তবে অতি মাত্রায় বিরক্ত হলে বিশ্রী গন্ধযুক্ত একরকম তরল ছিটিয়ে দেয় এরা।
শীতকাল শুরু হলে ব্যাঙ পোকামাকড় এবং প্রচুর খাদ্যভান্ডার সহ এরা হাজারে হাজারে মাটির গর্তে শীতনিদ্রা দিতে চলে যায়। মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিধায় এরা অনেক গভীর গর্তে শীতঘুম দেয়।
তবে আশ্চর্যকথা এই যে এরা বরফে জমে গেলেও মারা যায় না। এমন অনেক প্রমান আছে যে বরফ গলে যাবার সময় বরফের ভেতর কয়েকমাস জমে থাকা এই সাপগুলি আবার গাঁ ঝাড়া দিয়ে বেড়িয়ে আসে।
মজার ব্যাপার হল এই সাপ দেখার জন্য পর্যটকদের বিশেষ ব্যাবস্থা করা আছে এখানকার কর্তৃপক্ষের।

সাপের রাজ্য এবং পৃথিবীর সবথেকে সুন্দর সাপ

সাপের রাজ্য এবং পৃথিবীর সবথেকে সুন্দর সাপ

সাপের রাজ্য এবং পৃথিবীর সবথেকে সুন্দর সাপ

সাপের রাজ্য এবং পৃথিবীর সবথেকে সুন্দর সাপ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন