৮৯ এবং ৯৮ নম্বর জার্সিধারী প্রজাপতি

পৃথিবীতে কত প্রাকৃতিক বিষ্ময় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বলে বোধকরি শেষ করা যাবে না।
যেমন ধরুন প্রজাপতি-- কত রঙ আর ডিজাইনের প্রজাপতি যে উড়ে বেরাচ্ছে তাদের রূপ আর সৌন্দর্য নিয়ে সেটিও বলে শেষ করার মত নয়।
একধরনের প্রজাপতি রয়েছে যাদের দুই পাখনাতে যথাক্রমে ইংরেজি 89 এবং 98 লেখা ডিজাইন রয়েছে। এই ডিজাইনের কারনে এগুলির নামই হয়ে গেছে ৮৯/৯৮ প্রজাপতি।
নিমফালিদা পরিবার গোত্রের অন্তর্ভুক্ত এই প্রজাপতিটির নাম ডায়াথেরিয়া ফ্লোগিয়া।
দক্ষিন আমেরিকা মহাদেশের কলম্বিয়াতে এই প্রজাতির প্রজাপতিগুলির বিচরণ বেশি। ভেনেজুয়েলা, ব্রাজিলেও সামান্য পরিমানে এদের দেখা যায়।
খুবই অবাক হয়ে যেতে হয় এই ৮৯ এবং ৯৮ জার্সিধারী প্রজাপতি গুলি দেখে।
৮৯ এবং ৯৮ নম্বর জার্সিধারী প্রজাপতি

৮৯ এবং ৯৮ নম্বর জার্সিধারী প্রজাপতি

৮৯ এবং ৯৮ নম্বর জার্সিধারী প্রজাপতি
إرسال تعليق (0)
أحدث أقدم