বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনেতা হিসেবে তো বিখ্যাত বটেই, মুম্বইতে তার বাসস্থানটিও কিন্তু কম বিখ্যাত নয়। বাড়িটির নাম মান্নত। প্রতিদিন মুম্বই বেড়াতে আসা বহু পর্যটকই শাহরুখের বাড়িটি দেখে যান। কিন্তু সে দেখা তো কেবল বাইরে থেকে দেখা। শাহরুখের বাড়ির অন্দরমহলটি কেমন সে বিষয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। এখানে রইল কিছু ছবি, যা দেখে শাহরুখের বাড়ি ‘মান্নত’ সম্পর্কে কৌতূহলের কিছুটা অন্তত নিরশন ঘটবে—
১. এটা হলো বাইরে থেকে ‘মান্নত’-এর চেহারা। অনেকে যে বলেন, বলিউড স্টারেদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাংলোটি কিং খানেরই, তা যে খুব ভুল নয়, তা বাড়ির বাইরের জাঁকজমক দেখলেই বোঝা যায়।
২. ড্রোন থেকে নেয়া শাহরুখের বাংলোর ছবি। ছাদের আয়তনটি শুধু দেখুন।
৩. সুসজ্জিত বাগান থেকে মূল বাড়িতে উঠে যাওয়ার সিঁড়ি।
৪. এবার ভিতরবাড়িতে ঢোকা যাক। পরিকল্পিতভাবেই দেয়ালটিতে অযত্নের ছাপ রাখা হয়েছে। আর সেই দেয়ালে ঝোলানো রয়েছে মূল্যবান সব শিল্পকর্ম।
৫. বাড়ির ভিতরে মূল্যবান ইনস্টলেশন আর আসবাবের অভাব নেই।
৬. বাড়ির বসার ঘর। দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কিছু প্রাচীন খ্রিষ্টান আইকনগ্রাফ। এগুলো সংগ্রহ করেছেন শাহরুখের স্ত্রী গৌরী।
৭. বসার ঘরেরই আরেকটি অংশ। বিলাসবহুল ভেলভেট সোফা এবং দামি আসবাবে ঘরটিতে একটি গাম্ভীর্য এসেছে।
৮. খাবার ঘর। দেয়ালে মূল্যবান শিল্পকর্ম ছাড়াও যেটা চোখে পড়ার তা হল, টেবিলের চেযার। চেয়ারগুলো সব কিন্তু একরকমের নয়।
৯. আলোর সৌন্দর্য তো আছেই, পাশাপাশি কফি টেবিলের উপর রাখা একজোড়া জুতো লক্ষ করেছেন?
১০. গৌরী খানের সাজ-গোজের ঘর। দামি পোশাকের সম্ভার তো রয়েছেই, পাশাপাশি ড্রেসিং টেবিলটিও কিন্তু কম নজরকাড়া নয়।
১১. বাড়ির আর একটি অংশ, যেদিকে তাকালে কিউরিও ও শিল্পসম্ভারের ছটায় চোখ ধাঁধিয়ে যেতে পারে।