৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ২

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। রুপকল্প-২০২১ এর মধ্যে দারিদ্র্যের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
১৫ % এ নামিয়ে আনা । নোট: এসডিজির লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের আগেই হতদরিদ্রের সংখ্যা ৩ ভাগের নীচে নেমে আসবে)
২। SDG-এর প্রধান লক্ষ্য কয়টি?
- লক্ষ্য=  ১৭টি ( নোট : , সহযোগী টার্গেট -১৬৯টি,সূচক-৪৭ টি)
৩। বাংলাদেশের  ধান ও মাছ  উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
ময়মনসিংহ-
৪। বাংলাদেশের  চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
সাতক্ষীরা
.
৫। বাংলাদেশের  চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
মৌলভীবাজার
.
৬। বাংলাদেশের  আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
মুন্সিগঞ্জ ( নোট: আলু বাংলাদেশের বর্তমান প্রধান অর্থকরী ফসল, আলু উৎপাদনে  বিশ্বে বাংলাদেশ ৮ম )
৭।পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা
 ফরিদপুর
( নোট :বাংলাদেশ কোন   দেশে পাট জাত দ্রব্য বেশি রপ্তানি করে
তুরস্ক  বাংলাদেশ পাট রপ্তানিতে ২য় , পাট উৎপাদনে শীর্ষ দেশ > ভারত )  
৮। বাংলাদেশ পাটের কয়টি জেনোমের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে?
৩টি ( নোট:  পাটের জেনোম ডিকোট করে : ড. মাকসুদুল আলম )
৯। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কতটি ধানের জাত উদ্ভাবন করেছে?
৮২টি
১০। বর্তমানে বিশ্বে LDC ভুক্ত দেশ কতটি ?
৪৮  (নোট: ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হবে বাংলাদেশ। তবে ২০১৮ সালেই প্রয়োজনীয় লক্ষ্যগুলো প্রাথমিকভাবে অর্জন করতে পারবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী মাথাপিছু আয়, মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরত এ তিনটি সূচকের মধ্যে কমপক্ষে দুটিতে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হয়। এরপর আরও তিন বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত অর্জনগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এলডিসি তালিকা থেকে বের হয়ে আসার বিষয়ে অনুমোদন পেতে হবে।২০২৪ সালে এলডিসি থেকে বের হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এলডিসি হিসেবে যেসব সুবিধা পাওয়া যায়, বাংলাদেশের ২০২৭ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে।
.জাতিসংঘের দেওয়া তিন শর্তের মধ্যে মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরত এই দুটি শর্ত পূরণ হয়ে গেছে। আর জাতীয় মাথাপিছু আয় সূচকেও লক্ষ্য পূরণের পথে আছে বাংলাদেশ।)
.
১১। ২০১৬ সালের ৩১তম  রিও অলিম্পিকে বাংলাদেশের কতজন অংশগ্রহণ করে?
৭ জন
.
১২। সম্প্রতি বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রে আধুনিক সংস্করণ   স্মার্ট কার্ডের তথ্যভাণ্ডারে থাকবে কয় ধরনের সেবা তথ্য?
৩ ২ টি থাকবে আর পাওয়া যাবে ২২ টি।
১৩ । বর্তমান বিশ্বে কার্বন নি:সরণে শীর্ষ দেশ কোনটি ?
=চীন ( নোট : ধান , গম , মাছ, সোনা, টিন , তামাক , সৌর বিদ্যৎ উৎপাদনেও শীর্ষ তারা)
১৪। বর্তমান বিশ্বে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি?
=রাশিয়া
( নোট : 2.বিশ্বে তেল রিজার্ভে শীর্ষ দেশ --
ভেনিজুয়েলা ।
.বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ
--সৌদি আরব ।
.বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ--
যুক্তরাষ্ট্র.
.বিশ্বে তেল ব্যবহারে শীর্ষ দেশ --
যুক্তরাষ্ট্র.)
১৫। বাংলাদেশের প্রথম  কৃত্রিম ন্যানো স্যাটেলাইট কোনটি?
-ব্র্যাক অন্বেষা ( নোট: বাংলাদেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট > বঙ্গবন্ধু-১)
১৬। সার্কের বর্তমান  ১৩তম মহাসচিব কে ?
=আমজাদ হোসেন সিয়াল ( পাকিস্তান) । নোট : তিনি অর্জন বাহাদুর থাপার স্থলাভিষিক্ত হন।
.
১৭। বর্তমানে  ভারতের সাথে বাংলাদেশের  সীমান্ত হাট কতটি ?
=  ২০১১ সাল থেকে এপর্যন্ত মোট ৪টি সীমান্ত ( নোট:  ৪র্থ > পশ্চিম ত্রিপুরার কসবাতে, ৩য়> ফেনি ছাগলনাইয়াতে , ২য়< কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে (ভারতের পশ্চিম গারো হিলের কালাইয়ের চর সীমান্তে) এবং ১ম>সুনামগঞ্জ সদরের ডলোরা সীমান্তে (ভারতের পূর্ব খাশি হিলের বালাত সীমান্তে) দু’টি সীমান্ত হাট চালু করা হয়। )
إرسال تعليق (0)
أحدث أقدم