ভৌত পদার্থ বিজ্ঞানের উন্নয়নের যে সকল বিষয় নিয়ে কাজ করে থাকেন।

১. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার। 
২. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র - স্ফিগ্ মোম্যানোমিটার। 
৩. নোবেল পুরষ্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন - উন্নত ধরনের বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে।
৪. স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - পদার্থবিদ।
৫. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য যে বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি - টমাস এডিসন।  
৬. সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় - প্রতিধ্বনির সাহায্যে।  
৭. Seiemograph হলো - ভূমিকম্প মাপার যন্ত্র। 
৮. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহার করা হয় - Phonograph.  
9. সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে একথা প্রথম বলেছেন - কোপার্নিকাস। 
১০. বিজ্ঞানেে দুইবার ( রসায়ন  পদার্থ) নোবেল পুরষ্কার অর্জন করেছিলেন - মাদাম কুরি। 
১১. NWD টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি যার সাহায্যে - বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় ফোনে কথা বলা যায়।  
১২. ISD টেলিফোনের একটি ডায়েলিং   পদ্ধতি যার সাহায্যে - দেশে ও বিদেশে ফোনে কথা বলাযা। 
১৩. Telegram এমন একটি যন্ত্র যার সাহায্যে - বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা যায়। 
১৪.  RADAR এর পূর্ণ রূপহলো - Radio Detection and Rangin.  
১৫. LASER এর পূর্ণরূপ হলো - Light Amplification by stimulated Emission of Radiatio. 
১৬. ব্লাকবক্স - বিমানের একটি যন্ত্র ( পুরো বিমানটি ধ্বংস  হলেও এ যন্ত্রটি ধ্বংস হয় না,  এমনকি পানিতেও নষ্ট হয় না এবং এ যন্ত্র ঐ বিমান সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে।) 
১৭. MKS পদ্ধতিতে ভরের একক - কিলোগ্রাম।  
১৮.  আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক - ঘন মিটার। 
১৯. সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক - সেমি।  
২০. কাজের একক - জুল।                                                                                                        
إرسال تعليق (0)
أحدث أقدم