ভুতুরে পাতাল নদী

ফিলিপাইনে রয়েছে এক ভুগর্ভস্থ নদী। নদীটির নাম পুয়ের্তা প্রিন্সেসা। এডভেঞ্চার প্রিয় নৌ ভ্রমণকারীদের অত্যন্ত আকর্ষণীয়।
দেশটির পালাওয়া দ্বীপের চুনাপাথরের পাহাড়ের নিচ দিয়ে প্রায় আট কিলোমিটার বইয়ে গেছে পাতাল নদী নামে খ্যাত এই নদীটি। কাবায়ুগান নামের একটি নদীর সাথে চীন সাগরের সংযোগ ঘটিয়েছে এটি।
পাহাড়ের সুরঙ্গে ঢোকার সাথে সাথেই বিদঘুটে অন্ধকার গ্রাস করে ফেলে নদীটিকে। বেশ কয়েকটি ছোটবড় সুরঙ্গ মিলেই এই পাতাল নদীটি। এর মধ্যে কিছু কিছু সুরঙ্গ প্রায় ৪০০ ফুট চওড়া এবং ২০০ ফুট উঁচু। এই সুরঙ্গ গুলির ফাঁক ফোকরও প্রায় ৮০০ প্রজাতির গাছের গভীর জঙ্গলে আবৃত। ফলে চির অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে পাতাল নদীটি।
নৌকায় করে এই নদীর ভেতরে ঢুকলে অতি সাহসী মানুষেরও হৃদস্পন্দন বেড়ে যাবে। অন্ধকারাচ্ছন্ন স্থান,পিনপতন নীরবতা,আর শীতল আবহাওয়াতে অজানা এক ভুতুরে ভয়ে গা ছমছম করতে থাকবে। সারা পৃথিবীর কোথাও এমন অদ্ভুতুরে পরিবেশ দেখা যাবে না।
তবে পর্যাপ্ত পরিমান আলোর ব্যাবস্থা করে যদি কেউ এই নদীভ্রমন করে তবে তা তার জীবনের সবথেকে স্মরণীয় ঘটনা হতে বাধ্য।
ভুতুরে পাতাল নদী
إرسال تعليق (0)
أحدث أقدم