আশ্চর্য সুন্দর গিরিখাত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গিরিখাতগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত।
গিরিখাত হচ্ছে পাহাড়ের গায়ের ফাটল। তবে সাধারণ বা ছোটখাটো ফাটল নয়, বিশাল বিশাল ফাটল। আর এসব ফাটল কিন্তু একদিনে তৈরি হয়নি। কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে তৈরি হয় এসব ফাটল বা গিরিখাত।
গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় ৪৪৬ কিলোমিটার লম্বা। আর কিছু কিছু জায়গায় এ গিরিখাত প্রায় ৩০/৩৫ কিলোমিটার পর্যন্ত চওড়া। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এ গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কোন কোন স্থানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত!
বিশাল এ গিরিখাতের মধ্য দিয়ে একটা আস্ত নদীই বয়ে গেছে, নদীটির নাম কলোরাডো।এর বিশালত্ব, দুর্গম অঞ্চল আর বিচিত্র রংয়ের পাথরে গড়া পাহাড়ের সমাবেশই একে মানুষের আকর্ষণের বস্তু হিসেবে তুলে ধরেছে।
গ্র্যান্ড ক্যানিয়নে গেলে সেখানকার বহু বছরের পুরনো বড় বড় পাথরগুলো এত সুন্দরভাবে সাজানো, যা দেখলে যে কেউই মুগ্ধ হতে বাধ্য।
শুনে অসম্ভব মনে হলেও সত্যি হলো, পাথরের এ দেশেও 'পুয়েব্লো' নামের যুক্তরাষ্ট্রের এক আদি গোষ্ঠীর মানুষ বাস করে।
আশ্চর্য সুন্দর গিরিখাত
إرسال تعليق (0)
أحدث أقدم