বিশ্বের সবথেকে সুন্দর দ্বীপ বোরা বোরা

বিশ্বের সবথেকে সুন্দর দ্বীপটি হল বোরা বোরা। দ্বীপটির অবস্থান তাহিতি দ্বীপের ২৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে। ফ্রেঞ্চ পলেনিশিয়া বলে একটা কথা আছে। মানে ফরাসি নিয়ন্ত্রনাধীন প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ। সেরকম বোরা বোরা দ্বীপটিও ফ্রাঞ্চের ওভারসীজ টেরটরির অর্ন্তগত।
বোরা বোরা খুব ছোট দ্বীপ। এর আয়তন মাত্র ৩৯ স্কয়ার মাইল। আর এটুকুতেই প্রকৃতির সব সৌন্দর্য নিহিত রয়েছে। বোরা বোরা মানে, ‘প্রথম জন্ম।’
৩০/৪০ লক্ষ বছর আগে একটি আগ্নেয়গিরির লাভা থেকে এই দ্বিপের সৃষ্টি।এই দ্বীপের পিছনে আছে একটি অনিন্দ্য সুন্দর প্রবাল প্রাচীর যেটি এই দ্বীপকে প্রশান্ত মহাসাগরের আক্রোশ থেকেও রক্ষা করে।
তবে এই দ্বীপটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনের গতিপথের মাঝে অবস্থিত হওয়ায় প্রতি বছর গ্রীষ্মের শেসে বিশাল বিশাল সব সাইক্লোন এখানে আঘাত হানে। আর এই সাইক্লোনগুলির গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার । তার পরও এই দ্বীপের সৌন্দর্যের তুলনা হয় না।
إرسال تعليق (0)
أحدث أقدم