হাঁটতে পারে যে আজব মাছ

একরকমের আশ্চর্যজনক মাছ রয়েছে মেক্সিকোতে। মাছটির রয়েছে চারটি পা।আর এই চারটি পা দিয়ে জলের মধ্যে দিব্যি হেটে চলা ফেরা করে এরা।
হাঁটতে পারে আর শুধুমাত্র মেক্সিকোতে পাওয়া যায় বলে এই মাছকে সবাই মেক্সিকান ওয়াকিং ফিশই বলে থাকে। তবে এই মাছের নাম এক্সলোটেন বা স্যালামান্ডার।
৯ থেকে ১২ ইঞ্চি লম্বা এই মাছটি সরিসৃপ chordata প্রজাতির প্রাণী।
জলের তলায় এরা হেঁটে হেঁটে বিভিন্ন পোকামাকড়, ছোট ছোট মাছ,কেঁচো ইত্যাদি খাবার খায়।
বিভিন্ন রংয়ের হয় এই মাছগুলি।এদের মাথার দুদিকে বেনী আকারের ভারি সুন্দর তিনটি করে ছটি প্রত্যঙ্গ রয়েছে।
মধ্য মেক্সিকোর দুটি হ্রদেই শুধুমাত্র এদের দেখা যেত। এই হ্রদ দুটি হল জচি মিলকো এবং চালকো।
বসতির কারনে চালকো হ্রদের অস্তিত্ব আর এখন নেই,এছাড়া এই প্রাণী ১৭/১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া বাঁচতে পারে না,তাই বর্তমানে এরা খুবই বিপন্নপ্রায়।
বেশ কিছু ওয়াকিং ফিস একুরিয়ামে সংরক্ষণ করে এদের বিকল্প আবাসস্থল দেখা হচ্ছে।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন