কমোডো দ্বীপের ড্রাগন( komodo dragon).

ইন্দোনেশিয়ার এক ভয়ংকর এবং প্রত্যন্ত দ্বীপ হোল কমোডো। সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উঁচুতে এই দ্বীপের অবস্থান। কুড়োল আকৃতির এই দ্বীপটি ২২ মাইল লম্বা আর ১২ মাইল চওড়া।
দ্বীপটিতে ছড়িয়ে রয়েছে বিশাল সব আগ্নেয়গিরি, ঘাসে মোড়ানো এই সব পাহাড়ের উপত্যকায় হাজারো কিং কোবরা, ভাইপার সাপ, বিষাক্ত বিছে ও মাকড়শার বসবাস। পাহাড়ের নিচে সাগরে রয়েছে বুভুক্ষু হিংস্র হাঙরের দল আর আছে বিশালদেহী বিষাক্ত সামুদ্রিক সাপ যার একটি ছোবল কিং কোবরার মতই ভয়ানক।
এই দ্বীপের রাজা হোল কমোডো ড্রাগন। ৯/১০ ফুট লম্বা আর প্রায় দেড়শ থেকে দুইশ কেজি ওজনের এই পেটুক স্বভাবের প্রাণীটি তার লম্বা চেরা জিভ দিয়ে খাবারের গন্ধ শুঁকে নিয়ে করাতের মত ধারালো দাঁত দিয়ে শিকারকে ছিন্নভিন্ন করে ফেলে দিয়ে হাড়, চুল, নাড়িভুঁড়ি সবই খেয়ে ফেলে, কিছুই অবশিষ্ট রাখে না। তবে জীবিত শিকারের থেকেও মৃত এবং পচাগলা জীবজন্তুই এদের প্রিয় খাবার।
বর্ষাকালে পাহাড়ের গুহায় এবং অন্যান্য ঋতুতে উপকূলে মাটিতে গর্ত করে এরা বসবাস করে।
সারা বিশ্বে শুধুমাত্র এখানেই প্রাগৈতিহাসিক এই প্রাণীটির দেখা মেলে। খাদ্য সংকটের কারণে এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হওয়ায় সরকার বর্তমানে যায়গাটিকে অভয়ারণ্য ঘোষণা করে ড্রাগন ধরা ও রপ্তানি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
কমোডো দ্বীপের ড্রাগন( komodo dragon).








إرسال تعليق (0)
أحدث أقدم