বিদায় হজের ভাষণে মহানবী হযরত মোহাম্মদ (সা:) বলে গেছেন, ধর্ম নিয়ে তোমরা কখনো বাড়াবাড়ি করবে না |

ধর্ম নিয়ে লেখার মত জ্ঞান আমার নেই তবুও সাহস করে লিখতে বাধ্য হলাম । ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন ।
যাই হোক,
কোনো ভিন্ন ধর্মের অনুসারী ইচ্ছে করলেই ইসলাম ধর্মকে ধ্বংস করতে পারবে না । এখন কেউ যদি কোনোভাবে ধর্মের উপর আঘাত করে বসে তবে ধৈর্য ধরে তা মোকাবেলা করতে হবে ।
সম্প্রতি কোনো এক সনাতন ধর্মের আইডি থেকে পবিত্র কাবা শরীফ এর উপর তাদের শীবের ছবি ফটোশপ করে বসাল । তাতে না বুঝেই কিছু লোক মাথা গরম করে অতি আবেগে আক্রমণ করে বসল তাদের ঘর বাড়ি ও ধর্মীয় স্থাপনাতে ।
এখন জানা যাচ্ছে, ঐ আইডি হ্যাক করে অন্য কেউ ঐ ছবি পোষ্ট করে উত্তেজনা তৈরী করেছে । কথা হল- ইসলাম ধর্মের উপর কেউ কোনো বিষয়ে আঘাত করলে তা ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে ।
কেননা আমাদের প্রিয় নবীজি ই ত বলে গেছেন, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবে না ।
আর যদি কোনো সনাতন ধর্মাবলম্বী সত্যি ই ঐ ছবি পোষ্ট করে থাকে তবে বিচারটা তার হবে । তার কারণে যে কোনো সনাতন পরিবার কেনো আক্রমণের শিকার হবে?
কারো বাড়ি ভাঙচুর, বাড়ি পোড়ানো ও ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়ে নিজেকে খাটি মুসলমানের পরিচয় করালেই বেহেস্তের টিকেট হাতে চলে আসবে না ।
ইসলাম শান্তির ধর্ম । সে ধর্মের অনুসারী অশান্তি সৃষ্টি করে না । বরং যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে বুঝিয়ে শান্তির পথে পরিচালিত করে । একজন খাটি মুসলমান মানুষের মুখে হাসি ফুটায় কখনো অন্যের চোখের জল ঝড়ায় না ।
আর সনাতন ধর্মাবলম্বী সকলকে বলছি,
নিজেরাও সচেতন থাকুন-নিজেদের মধ্যে কেউ যদি ইচ্ছা করে অথবা অতি আবেগে কিছু করে ফেলে ইসলাম ধর্মকে আঘাত করে তবে নিজেরাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন ।
إرسال تعليق (0)
أحدث أقدم