বিস্ময়কর পাখি আলবাট্রস

বিষ্ময়কর পাখি আলবাট্রস।

পৃথিবীর এক বিষ্ময়কর পাখি হল অ্যালবাট্রস। এই পাখি তার লম্বা ও সরু ডানায় ভর করে এবং বাতাসে তার ডানাগুলি একবারও না ঝাপটিয়ে ঘণ্টার পর ঘণ্টা উড়তে পারে। এ সময়ে সে উড়ে যায় হাজার মাইলেরও বেশী দূ্র পর্যন্ত। বিজ্ঞানীরা এদের উড়তে পারার এই আশ্চর্য ক্ষমতা প্রকৃতির এক অলৌকিক কৌশল হিসাবে দেখে থাকেন।

পৃথিবীতে উড়তে সক্ষম পাখিদের মধ্যে আলবাট্রস অন্যতম বৃহত্তম। এদের ওজন ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই পাখির ডানার প্রশস্ততা পৃথিবীর সব অন্য পাখির চেয়ে অনেক বড়, যাদের দৈর্ঘ্য প্রায় ১১ ফুট। ভেবে দেখুন প্রায় দুইজন মানুষের সমান।

আলবাট্রস পাখি এদের প্রেমিকা/প্রেমিকা বাছাইয়ের ক্ষেত্রে অনেক বছর সময় নেয় এবং সঙ্গী মারা না গেলে তার সাথেই বাকি জীবন কাটিয়ে দেয়।এদের প্রজনন হার খুবই কম, বছরে মাত্র একটিই ডিম দেয় সেটাও নিয়মিত নয়।

ডিম ফুঁটে বাচ্চা হবার পর তাদের খাবার সংগ্রহের জন্য এরা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে বেড়ায়। এমনকি দশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও সন্তানের জন্য খাবার নিয়ে আসারও নজীর রয়েছে।

বাচ্চারা উড়তে শেখার পর দীর্ঘদিন সমুদ্রেই কাটিয়ে দেয় এবং অনেকগুলি বছর এমনও হয় যে ৫ থেকে ৭ বছর প্রর্যন্ত আর ডাঙ্গাতেই আসে না।

তবে পরিতাপের বিষয়, ক্রমশ এই পাখি বিলুপ্ত হতে চলেছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকাগুলি আলবাট্রস পাখি ব্যাপকভাবে নিধন করে চলছে। এই সংখ্যা বছরে কয়েক লাখের মত।

সুতরাং পৃথিবীর অন্যতম বৃহৎ এবং আশ্চর্যজনক এই পাখিকে রক্ষা করতে আমাদের এখুনি সচেতন হওয়া দরকার।

ছবিগুলি নেট থেকে সংগৃহীত।

1 تعليقات

  1. প্রজনন বাড়াতে বৈজ্ঞানিক গবেষণা হতে পারে।

    ردحذف
إرسال تعليق
أحدث أقدم